চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

0
54
সংগৃহীত ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি পূর্ব পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আরিফুল ইসলাম ওরফে বুশ (৩০)। সে ওই গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২ জুলাই) রাতে মহিষকুন্ডি পূর্ব পাড়া এলাকার গোলাম ড্রাইভারের বাড়ি থেকে একটি সাইকেল চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার (৩ জুলাই) দিনগত রাতে চোর সন্দেহে বুশকে ধরে মারধর করেন ড্রাইভারের পরিবারের সদস্যসহ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রাগপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল বলেন, ‘নিহত ওই যুবক একজন পেশাদার চোর ও মাদকাসক্ত। এলাকায় একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে তাকে মারধর করেন গ্রামবাসী। সে চুরির কথা শিকারও করেছে তাদের কাছে। পরে শুনতে পেলাম সকালে মারা গেছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।