ছবিতে বিজয়া

0
196

বিজয় দশমী বিহিত পূজার অঞ্জলীর ডালা সাজিয়ে দেবী দূর্গাকে বিদায় জানাতে মন্দিরে চলেছেন গৃহবধূ যুগল। কুষ্টিয়ার খোকসার হরিতলা মন্দিরের রাস্তা থেকে শুক্রবার দুপুরে ছবিটি তোলা।

সিঁদুর খেলায় মেতেছেন মা ও মেয়েরা। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।
সিঁদুর খেলায় মেতেছেন গৃহবধূরা। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।
মন্দিরে সিঁদুর খেলার শেষে দুজন দুজনাকে প্রনাম জানাচ্ছেন। খোকসার একটি মন্দির থেকে ছবি গুলো তোলা।