ছাত্রীর সঙ্গে অশ্লীল কথপোকথনের দায়ে ইবি অধ্যাপক শোকজ

0
136
ইসলামী বিশ্ববিদ্যালয়ের লগো

ঝিনাইদহ প্রতিনিধি

ছাত্রীর সঙ্গে প্রেম অতঃপর দুজনের মধ্যে অশ্লীল প্রেমালাপের অভিযোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ মিজানুর রহমানকে শোকজ এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রীয় মিলনায়তনের পরিচালকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

অফিস আদেশে বলা হয়েছে, ইসলামি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডঃ মিজানুর রহমান ও একই বিশ^বিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর সাথে কথোপকথনের একাধিক অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়।

অভিযুক্ত অধ্যাপক ও নারী শিক্ষার্থীর মধ্যে অশ্লীল ও আপত্তিকর কথাবার্তা হয়েছে। ফাঁস হওয়া অডিও ক্লিপে অভিযুক্ত শিক্ষকের অশালীন কথপোকথন রেকর্ডও রয়েছে। এ ঘটনায় শিক্ষক সমাজসহ বিশ্ববিদ্যালয়ের ভাবমুর্তি এবং শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যকার সম্পর্কের পবিত্রতা ক্ষুন্ন হয়েছে। এদিকে ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আরও পড়ুন ৫ মাসের বাচ্চাকে গলা কেটে হত্যা

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ডঃ হারুন উর রশিদ আসকারী বলেন, আমরা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছি। আগামী সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। তিনি জবাব দিলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঐ ছাত্রীকেও তদন্ত কমিটি অনুসন্ধান করবে।