ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

0
178
Dro-0-10-2020-pic-1
ছায়াপথে বিশাল জ্যোতির্বলয়

দ্রোহ অনলাইন ডেস্ক

এবারই প্রথম কোনো ছায়াপথ ঘিরে এত বিশাল জ্যোতির্বলয়ের সন্ধান পেলেন বিজ্ঞানীরা। এরই মধ্যে অ্যান্ড্রোমিডা ছায়াপথ ঘিরে থাকা এ বলয়ের বিস্তারিত মানচিত্রও তৈরি করা হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, জ্যোতির্বলয়টি আকারে অ্যান্ড্রোমিডা ছায়াপথের ১৫ থেকে ২০ গুণ বড়। এর দুটি স্তর- একটি ভেতরের এবং অন্যটি বাইরের।

যুক্তরাষ্ট্রের নটর ডেম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিকোলাস লেনার জানান, পাঁচ বছর আগে এর হদিস মিলেছিল। তবে সে সময় কেবল অ্যান্ড্রোমিডার জ্যোতির্বলয়ের ভেতরের অংশটির দেখা মেলে, যা এর কেন্দ্রস্থল থেকে মহাকাশে ৫ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত ছড়িয়ে রয়েছে। গবেষণায় এবার এই জ্যোতির্বলয়ের বাইরের অংশটিরও দেখা মিলেছে, যা আরও ২০ লাখ আলোকবর্ষ দূরত্ব পর্যন্ত বিস্তৃৃত। ছায়াপথের জ্যোতির্বলয় আলো বিকিরণ করে না। তাই এগুলো চট করে দেখা সম্ভব হয় না।

এ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রে বিজ্ঞানীরা জানান, প্রতিটি ছায়াপথেরই এমন জ্যোতির্বলয় থাকে। এগুলো দুই স্তরবিশিষ্ট হওয়ার সম্ভাবনাই বেশি। যে গ্যাসীয় পদার্থ দিয়ে ছায়াপথটি তৈরি হয়, এর মেঘই আসলে জ্যোতির্বলয়ের বাইরের অংশ। আমাদের ছায়াপথটির নাম আকাশ-গঙ্গা। আর আমাদের সবচেয়ে কাছে আছে অ্যান্ড্রোমিডা। আকারে এটি অনেক বড়। সূত্রঃ নাসা ও আনন্দবাজার পত্রিকা।