কুষ্টিয়া প্রতিনিধি
ছেঁউড়িয়ার লালনের আখড়া বাড়িতে ভক্তদের পুণ্য সেবার মধ্য দিয়ে লালন সাঁইজির ১৩২ তম তিরোধান দিবসের অনুষ্ঠান শেষ হলো। সোমবার শুরু হওয়া এ উৎসব শেষে বুধবার সকাল থেকে সাধু ভক্তরা লালন একাডেমি চত্বর ছেড়ে নিজ ঠিকানায় ফিরতে শুরু করেছেন।
বুধবার সন্ধ্যায় ১৩২তম তিরোধান দিবসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনার বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী। কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার খাইরুল আলম, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক আরিফ-উজ-জামান, কুষ্টিয়া জজ কোর্টের জিপি আখতারুজ্জামান মাসুম, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার সেলিম তোহা, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রফিকুল আলম টুকু, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দিশার নির্বাহী পরিচালক রবিউল ইসলাম প্রমুখ।
আরো পড়ুন – কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন সদর উদ্দিন খান
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে লালন দর্শনের আলোকে বক্তব্য রাখেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সরোয়ার মুর্শেদ। এছাড়া আমন্ত্রিত অতিথিদের আলোচনা শেষে লালন একাডেমি ও বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের পরিবেশনায় রাতভর লালন সঙ্গীত অনুষ্ঠান শুরু হয়েছে। চলবে শেষরাত পর্যন্ত।