কুষ্টিয়া প্রতিনিধি
ছেলের মৃত্যুর সংবাদ শুনে হৃদরোগে আক্রান্ত হয়ে পিতা ও মুত্যুবরণ করেছেন।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া এলাকায় এই হৃদয় বিদারক ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন- উপজেলার ছেঁউড়িয়া মন্ডলপাড়া গ্রামের বাসিন্দা মৃত হারান মন্ডলের ছেলে কাবিল (৭০) এবং কাবিলের ছেলে আবিদুল (৪৫)।
জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ছেলে আবিদুল। প্রথমে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। কিছুণ পরে আবিদুলের অবস্থার অবণতি হলে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিযা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
ছেলের মৃত্যুর সংবাদ বাড়িতে এসে পৌঁছালে পিতা কাবিল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাৎণিকভাবে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তিনিও হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
মাত্র দুই ঘন্টার ব্যবধানে পিতা পুত্রের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু পিতা-পুত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।