ছয় ফার্মেসী মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানা

0
116

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে নানা অব্যবস্থাপনার প্রমান মেলায় ৬ ফার্মেসী মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে মঙ্গলবার দুপুর ১২ টা থেকে প্রায় বেলা তিনটা পর্যন্ত ১১টি ফার্মেসীতে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাতকে সহায়তা করেন জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের ওষুধ তত্ত¡াবধায়ক মিঠন কুমার ঘোষ।

আদালত সুত্রে জানা গেছে, নিয়মিত মনিটারিং কার্যক্রমের অংশ হিসেবে দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের ১১ টি ফার্মেসীতে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে খেজুরঘরের দোকানে ওষুধ মজুদ, ফ্রিজে কাঁচামরিচ, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা -আবর্জনাসহ নানান অব্যবস্থাপনা পাওয়া যায় ৬ টি ফার্মেসীতে।

এ অপরাধে ওষুধ ও কসমেটিকস আইনের ২০২৩ এর ৪০ (খ) এবং ৪০ (গ) ধারায় মোল্লা ফার্মেসীর মালিক নাসির উদ্দিনকে (২৮) বিশ হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসী মালিক সেলিম রেজাকে (৪৫) দুই হাজার, সরকার ফার্মেসীর মালিক শাহিন আলীকে (২৮) চার হাজার, ইসলামিয়া ফার্মেসীর মালিক হাসিবুল হাসানকে (৩৫) পাঁচ হাজার, শিপ্রা ফার্মেসীর মালিক অসীম কুমারকে (৩৮) ১২ হাজার এবং চৌধুরী ফার্মেসীর মালিক নির্মল কুমারকে (৬০) পাঁচ হাজার টাকা জরিমান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত জানান, খেজুরের দোকানে ওষুধ মজুদ, ফ্রিজে কাঁচামরিচ, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা – আবর্জনাসহ নানান অবব্যবস্থাপনার অপরাধে ৬ ফার্মেসী মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।