মেহেরপুর প্রতিনিধি
নিজের জন্মদিনের দিন মা-বাবার কবরের পাশে বিষপান করে আত্মহত্যা করলো এক যুবক।
শনিবার মেহেরপুর জেলা শহরের বেড়পাড়া গ্রামে ঘটনাটি ঘটে । সংসারিক বিষয় নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়া হয়। শনিবার সন্ধ্যায় ঝগড়া শেষে আকাশ মা-বাবার কবরের কাছে যান এবং কবর পরিস্কার করে শেষ পর্যায়ে বিষপান করেন। বিষপানে নিহত আকাশ একই গ্রামের মৃত মঈন উদ্দীনের ছেলে।
জানা গেছে, আত্মঘাতী আকাশ দক্ষিণ কোরিয়ায় প্রকৌশলী হিসাবে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ভাই-বোনের ঝগড়া বাধ সাধলো আকাশের স্বপ্নের। রবিবার শেষরাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আকাশ হোসেনের মৃত্যু হয়।
এলাকাবাসি সূত্রে জানা যায়, আত্মঘাতী আকাশ হোসেনের মা-বাবা বেশ কয়েক বছর আগে মারা গিয়েছেন। একমাত্র ছোট বোনকে নিয়ে কষ্টে সংসার চলছিল তার । শনিবার সংসারিক কাজ-কর্ম নিয়ে ভাই-বোনের মধ্য ঝগড়া হয়। ঝগড়া শেষে আকাশ অভিমান করে মা-বাবার কবরের কাছে যান। মা-বাবার কবর পরিস্কার করেন। এক পর্যায়ে বিষপান করেন।
আরও দেখুন- করোনায় থেমে গেল গো খামারিদের স্বপ্ন
যখন তার শরীর বিষক্রিয়ায় দূর্বল হয়ে পড়ে। তখন সে দৌড়ে জনসম্মুখে এসে বিষপান করার বিষয়টি জানান এবং ছোট বোনকে শেষ বারের মতো দেখার অনুরোধ করেন। স্থানীয়রা তাকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি দেখে,কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থনান্তর করেন। রবিবার শেষরাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
আকাশের একমাত্র ছোটবোন পরিবারের সবাইকে হারিয়ে সে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছে। পরিবার-পরিজন হারিয়ে কাঁদতে-কাঁদতে তার হৃদয় এখন পাথর প্রায়।