কুষ্টিয়া প্রতিনিধি
রান্নার কাজে ব্যবহারের জন্য পাতিলে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে পরে ১৪ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের রায়পাড়া গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে শিশু সাদিয়া মারা যায়। এ সময় শিশুটির মা গৃহস্থালি কাজ করছিলেন।
নিহতের চাচা ফজলু জানান, সাদিয়া বারান্দায় খেলা করছিল। পাশে ওর মা সংসারের কাজে ব্যস্ত ছিলেন। ঘরের সিঁড়িতে বড় পাতিলে জমিয়ে রাখা বৃষ্টির পানিতে সাদিয়া পরে যায়। কখন সাদিয়া পাতিলের পানিতে পড়ে গেছে তা কেউ খেয়াল করেনি। এক পর্যায়ে পরিবারের লেকেরা শিশুটিকে পানির পাত্র থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎসক শিশুটিকে মৃতবলে ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা স্বীকার করে শিলাইদহ ইউনিয়নে পরিষদের ৬ নং সদস্য ইকবাল বলেন, খেলা সময় শিশুটি পাতিলে রাখা পানিতে পওে মারা গেছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পাতিলে জমানো বৃষ্টির পানিতে পড়ে সাদিয়া নামের ওই শিশুটির মৃত্যু হয়েছে।