জমি নিয়ে বিরোধ: মুখে সুপার গ্লু লাগিয়ে একজনকে হত্যা চেষ্টা

0
74
প্রতিকী ছবি

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডাররা এক ব্যক্তির মুখে সুপার গ্লু আঠা লাগিয়ে ও হাত-পা বেঁধে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়রা আহত এবাদত আলী (৬৭) নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুষ্টিয়া শহরতলীর মোল্লাতেঘোরিয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতের পরিবার সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থানে অনেক সম্পত্তির মালিক এই এবাদত আলী। এসব সম্পত্তির তার পৈত্রিক সূত্রে পাওয়া। ৭ মেয়ে ও স্ত্রীকে নিয়ে এবাদত আলীর সংসার। কোন ছেলে সন্তান নাই। এ সুযোগে মোল্লাতেঘোরিয়া গ্রামের রাসেল ও রাকিব নামের দুই যুবক তার প্রায় তিন বিঘা জমি জোরপূর্বক দখল করে নেয়। সেই জমিতে তারা ঘরবাড়ি তুলে বসবাস করে আসছে। দখলদার যুবকরা আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হওয়ায় এতদিন তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি জমির মালিক ইবাদত আলী। সম্প্রতি এবাদত আলী তার নিজের জমি দখলমুক্ত করে। এ ঘটনার সূত্র ধরে দখলদারেরা তার ওপর এই হামলা চালায়।

হাসপাতালে চিকিৎসাধীন এবাদত আলী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ওষুধ কেনার জন্য বাড়ি থেকে বের হলে স্থানীয় আওয়ামী যুবলীগের ক্যাডার রাসেল, রাকিব ও শরীফসহ অজ্ঞাত আরো দুজন পথিমধ্যে তাকে আটকে মুখে সুপার গ্লু লাগিয়ে রাস্তার পাশে হাত পা বেঁধে গলাকেটে হত্যার চেষ্টা করে। এ সময় আশ-পাশের লোকজন দেখে ফেলায় মোটরসাইকেল যোগে হামলাকারিরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন – সংস্কার আন্দোলনে নিহত ৮৭৫, আহত হয়েছে ৩০ হাজার

আহত এবাদত আলীর জামাতা আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে কুষ্টিয়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, রাকিব ও রাসেলসহ হামলাকারীদের বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক আইনসহ একাধিক মামলা রয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মাহফুজুল হক চৌধুরী জানান, তদন্ত করে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।