কুমারখালী প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমারখালী উপজেলা পরিষদ চত্বরে আমলকি, জলপাই ও কৃষ্ণচুড়া গাছের চারা রোপনের মধ্যদিয়ে কর্মসূচীর উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মান্নান খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীবুল ইসলাম খান বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অচিরেই উপজেলার ১১টি ইউনিয়নে ২০ হাজার ৩২৫টি ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কার্যক্রম শুরু করা হবে।
এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান এবং বন বিভাগের সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।