স্টাফ রিপোর্টার
মুক্তিযুদ্ধ ভিত্তিক স্মৃতিফলক “মুক্তির মন্ত্র”র পাদদেশে জারুল গাছের চারা রোপনের মধ্যদিয়ে অনলাইন ভিত্তিক সংগঠনের বিক্ষরোপণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে খোকসা সদরে মুক্তির মন্ত্র স্মৃতিফলকের উত্তরে গাছ লাগালোর মধ্যে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আল মাছুম মূর্শেদ শান্ত।
আমরা সবাই খোকসাবাসী নামের অনলাইন প্লাটফর্ম তাদের সদস্যদের মাধ্যমে চলতি বর্ষা মৌসূমে উপজেলার ৯ ইউনিয়ন ও পৌর এলাকায় প্রায় দশ হাজার গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। উদ্বোধনের পর ইউনিয়ন ভিত্তিক সদস্যদের মাধ্যমে ফলদ, কাঠজাত ও ঔষধি গাছের এসব চারা পৌচ্ছে দেওয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আননুর যায়েদ, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, আহসান নবাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্্জামান লিটন প্রমুখ। কর্মসূচির সমন্বয় করেন উজ্জল রায়।