দ্রোহ বিনোদন ডেস্ক
সম্প্রতি জনপ্রিয় তারকা জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী ‘জন্মদাগ’ শিরোনামে একটি নাটকের কাজ শেষ করেছেন।
২০ ও ২১ সেপ্টেম্বর রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। নাটকটি নির্মাণ করেছেন আলোচিত নির্মাতা ভিকি জাহেদ।
শনিবার দুপুরে নির্মাতা ভিকি জাহেদ গণমাধ্যমকে বলেন, এটি একটি মানবিক সম্পর্কের গল্প। জনপ্রিয় তারকা জুটি নিশো ও মেহজাবীনকে নিয়ে নাটকটি করা। আশা করি দর্শকদের ভালো লাগবে। আগামী ১ অক্টোবর চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে নাটকটি প্রচার হতে পারে বলে জানা গেছে।