জুলাই পর্যন্ত বাসা থেকেই কাজ করবে ফেইসবুক কর্মীরা

0
119
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে ২০২১ সালের জুলাই মাস অবধি ফেইসবুক কর্মীরা বাসা থেকেই কাজ করার সুযোগ পাবে।

বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, বাসা থেকে যারা কাজ করবে তাদের জন্য প্রয়োজনীয় পণ্য কিনতে এক হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে। এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে অন্যান্য বড় কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান।

গুগল জানিয়েছে জুলাই মাসের শেষ নাগাদ, যেসব কর্মীর অফিসে আসার দরকার নেই তারা ২০২১ সালের জুন মাস পর্যন্ত বাসা থেকে কাজ করতে পারবেন। এদিকে অনির্দিষ্টকালের জন্য কর্মীদেরকে বাসা থেকে কাজ করার সুযোগ দেওয়ার প্রস্তাব দিয়েছে টুইটার।

ইমেইল বিবৃতিতে ফেইসবুকের মুখপাত্র বলেন, “স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের নির্দেশনা এবং এ বিষয়ে আমাদের অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে আমরা কিছু কর্মীকে স্বেচ্ছায় ২০২১ সালের জুলাই পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিচ্ছি।

প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স বলছে, সরকারি নির্দেশনা মেনে সীমিত পরিসরে কার্যালয় চালু করতে থাকবে ফেইসবুক। যে অঞ্চলগুলোতে করোনা ভাইরাসের বিস্তার প্রায় দুই মাস আগে নিয়ন্ত্রণে এসেছে সে অঞ্চলগুলোতে কার্যালয় খুলবে প্রতিষ্ঠানটি।

যদিও সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি বলছে, করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় এ বছরের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং লাতিন আমেরিকার অনেক অঞ্চলের কার্যালয় চালু করার সম্ভাবনা কম।