জেলা বিএনপির সভাপতি মেহেদী রুমীর মতবিনিময়

0
129

স্টাফ রিপোর্টার

গণতন্ত্র পুনরুদ্ধারে দেশে পরিবর্তন আসবে, হতাশার কোনো জায়গা নেই। সেই পরিবর্তনের জন্যই কাজ করতে হবে।

বুধবার দিনব্যাপী জেলা বিএনপির কার্যালয়ে জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।

তিনি আরও বলেন, এ দেশের বেশিরভাগ মানুষ গণতান্ত্রিক অবস্থা তারা ফিরে পেতে চায়, অধিকার ফিরে পেতে চায়, ভোট দিতে চায়। কিন্তু তা সম্ভব হচ্ছে না।

তিনি বলেন, মহামারী করোনার আঘাতে জীবন আরও দুর্বিষহ আকার ধারণ করছে। সরকার মানুষের লাশের ওপর দিয়ে রাজত্ব কায়েম করতে চায়। ব্যর্থ সরকারের পতন না হলে মানুষের মুক্তি মিলবে না।

এ সময় আরও উপস্থিত ছিলেন খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহমেদ খান রাজু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার শাসসুজ্জাহিদ, যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, সহ-আইন বিষয় সম্পাদক এ্যাডঃ শাতিল মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ, জেলা যুবদলের সহ-সভাপতি অহিদুল ইসলাম সাবু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, জেলা কৃষকদলের সহ-সভাপতি ইবাদত আলী, সাধারণ সম্পাদক মোকারম হোসেন মোকা, যুগ্ম সম্পাদক হারুন উর রশিদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, যুবদল নেতা আমিনুল ইসলাম চঞ্চল, মকসেদুল হক কল্লোল, ফিরোজ আহমেদ তপন, রাকিবুল ইসলাম শান্ত, আরিফুল ইসলাম, আমিরুল ইসলাম, নয়ন, কামু, মনোয়ার, শাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এডিন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী, যুগ্ম সম্পাদক সোহানুর রহমান লিংকন প্রমুখ।