ঝিনাইদহের কারিশমাকে খুন করা হয়েছে

0
124
নিহত কারিশমা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের তৃতীয় লিঙ্গের কারিশমাকে খুন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টে এমন তথ্যই বেড়িয়ে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তৃতীয় লিঙ্গের কারিশমা (৪০) এর ঘর থেকে লাশ উদ্ধার ও আত্মহত্যার ধরণ দেখে প্রথম থেকেই পুলিশের সন্দেহ ছিল। ময়না তদন্তের প্রতিবেদনে কারশিমা খুন হওয়ার বিষয়টি উঠে এসেছে। ইতোমধ্যে তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে বলে পুলিশ দাবি করছে।

এ বছরের ৯ সেপ্টেম্বর সদর উপজেলার উদয়পুরের নিজ ঘর থেকে তৃতীয় লিঙ্গের কারিশমা (৪০) এর লাশ উদ্ধার করে পুলিশ। কারিশমা সদর উপজেলার কাশিমপুর গ্রামের মৃত সুলতান আলীর সন্তান।

নিহতের বড় ভাই নুরুন্নবী বলেন, উদয়পুর গ্রামের ওই বাড়িতে কারিশমা একাই থাকতো। সম্প্রতি অন্যত্র নতুন বাড়ি তৈরী করেছে। ইতোমধ্যে পুরাতন বাড়িটি বিক্রি করে দিয়েছে। সম্পতি, নগদ টাকা ও গহনার কারণে তাকে হত্যা করা হতে পারে বলে তিনি মনে করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামাল হোসেন জানান, কারিশমার ময়না তদন্তের রিপোর্ট পেয়েছেন। ঘটনাটি হত্যা বলে নিশ্চিত হয়েছেন। প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এখনো হত্যাকারীদের ডিটেক্ট করা সম্ভব হয়নি।

তিনি আশা করছেন, খুব দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে আটক করা সম্ভব হবে। তৃতীয় লিঙ্গের অন্য কারো সাথে বিরোধ, সম্পত্তি আত্মসাৎ এমনকি তৃতীয় কোন পক্ষ এই হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে।

তিনি জানান, কারিশমা উদয়পুর গ্রামে যখন বাড়ি তৈরী শুরু করেন, তখন একটি সন্ত্রাসী গ্রুপ চাঁদা দাবী করে। এছাড়া তৃতীয় লিঙ্গের একটি গ্রুপ তার উপর ক্ষিপ্ত ছিল। কারশিমাকে খুব ঠান্ড মাথায় খুন করা হয়েছে বলে তিনি মনে করছেন।