ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভরতে ও বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১৯ জনেক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকদের মধ্যে বাংলাদেশে প্রবেশের সময় ১০জন ও ভারতে যাওয়ার পথ থেকে ৯ জনকে আটক করা হয়।
বুধবার সকালে সীমান্তের মাটিলা ও বাঘাডাংগা বিওপি এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকদের বাড়ি যশোর, খুলনা, সাতীরা, গোপালগঞ্জ, ভোলাসহ বিভিন্ন জেলায়।
আরো পড়ুন – লঙ্কান প্রেসিডেন্ট নৌপথে পালানোর চেষ্টা করছেন
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক তসলিম তারেক জানান, ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় পুরুষ, নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমানত পারাপারের অপরাধে মামলা দিয়ে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।