ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদরের কাটিয়ার বিলে শিকারীর কাছ থেকে উদ্ধার করা অতিথি পাখি গুলো মুক্তি পেয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার কুমড়াবাড়ীয় ইউনিয়নের রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।
পরিবেশবিদ জহির রায়হান জানায়, বৃহস্পতিবার গভীর রাতে কাটিয়ার বিল থেকে শিকারীদের হাতে আটক ৯ টি গুলিন্দাবাটান প্রজাতের অতিথি পাখি উদ্ধার করে গ্রামবাসী। পরদিন শুক্রবার স্থানীয় জনপ্রতিনিধি, বনবিভাগের কর্মচারী ও জনতার উপস্থিতিতে রামনগর গ্রামের মাঠে পাখি গুলো অবমুক্ত করা হয়।
কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, ফয়সাল আহমেদ, বন বিভাগের ওয়াচার দিপু বিশ্বাস, ইসরাইল হোসেন, তপু রায়হান প্রমুখ ব্যক্তি পখিগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন।