ঝিনাইদহ প্রতিনিধি
হাটে গরু বিক্রি করা টাকা নিয়ে আট দিনেও বাড়ি ফেরেনি ব্যবসায়ী বাবুল মিয়া (৪৪)।
নিখোঁজ ব্যবসায়ী বাবুল মিয়া ঝিনাইদহ সদর উপজেলার উত্তর নারায়নপুর গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। গৃহকর্তা নিখোঁজ থাকায় পরিবারে শোকের মাতম চলছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর থানায় ১১ ডিসেম্বর জিডি করেছেন নিখোঁজ ব্যবসায়ীর ভাই ইমরান হোসেন।
জিডি সুত্রে জানা গেছে, গত ১০ ডিসেম্বর বাবুল মিয়া অন্যদের সাথে শৈলকুপার ভাটই বাজারে গরু বিক্রি করতে যায়। গরু বিক্রির পর তিনি আর বাড়ি ফিরে আসেন নি।
সোমবার বিকালে ইমরান হোসেন জানান, ঝিনাইদহ শহরের আরাপপুরে এলাকায় বাথপুকুর গ্রামের নয়ন হোসেনকে ধারের ৭০ হাজার টাকা পরিশোধ করেন বাবুল। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। কাছে টাকা থাকার কারণে বাবুলকে কেউ অপহরণ করতে পারে বলে তিনি সন্দেহ করছেন। বাবুলের কাছে গরু বিক্রির প্রায় তিন লাখ টাকা ছিল বলে তিনি দাবী করছেন।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহিন উদ্দীন জানান, এ বিষয়ে সদর থানায় একটি জিডি হয়েছে, যার নাম্বার ৬৭৪। তিনি আরো জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ ব্যক্তির অবস্থান সনাক্ত করার চেষ্টা চলছে।