ঝিনাইদহে আহত কৃষককে মৃত্যু

0
102

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে একটি রাজহাঁসের মৃত্যুকে কেন্দ্র করে চাচাত ভাইদের হামলায় আহত কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে কৃষক মফিজ মোল্লা (৪০) মারা যান। সে মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

নাটিমা ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দিন জানান, শুক্রবার প্রতিবেশী চাচাত ভাই কামালের একটি রাজহাঁস মারা যায়। এ ঘটনায় মফিজের স্ত্রীর সঙ্গে কামালের স্ত্রীর বাগবিতন্ডা হয়। মফিজ বিষয়টির সমাধান করতে গেলে কামাল ও তার পরিবারের লোকজন কৃষকে মফিজের উপর হামলা করে। এ ঘটনায় ভাইকে বাঁচাতে গিয়ে লাবু নামের আরো এক জন আহত হয়। স্বজনরা আহত দুই ভাইকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এক পর্যায়ে আহত মফিজের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোরে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন।