ঝিনাইদহে ইশারা ভাষা দিবস পালিত

0
97

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।

সোমবার দুপুরে এইড ফাউন্ডেশনের ‘সাসটেইনএবল এডুকেশন সাপোর্ট ফর ডেফ চিলড্রেন ইন বাংলাদেশ’ প্রকল্পের আয়োজনে এইড কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে শোভা যাত্রাটি শেষ হয়।

এইড কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা ও ইশারা ভাষা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বাক প্রতিবন্ধী ও তাদের অভিভাবকরা অংশ নেয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় এইড ফাউন্ডেশনের প্রতিবন্ধী শিশু পুনর্বাসন কর্মসূচির সহকারি পরিচালক সুরাইয়া পারভীন শিল্পী, কমিউনিটি মবিলাইজার মশিউর রহমান, ফিল্ড অফিসার নুরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।