ঝিনাইদহে এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ

0
194
Ex-Cadete-Combol-Bitoron-DROHO-28-P3
শীতবস্ত্র বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সংগঠন এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় ও দুস্থ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার ঝিনাইদহ শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ূন কবীর। এ সময় ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট মেজর রোবায়েদ হোসেন রিয়াদ, শিশুকুঞ্জ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবুল কাশেম ও মেডিকেল অফিসার ক্যাপ্টেন আসিফ আশফাক খান।

এক্স-ক্যাডেটস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ পরিবার পরিকল্পনা বিভাগের ডেপুটি ডাইরেক্টর ও ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্র ডাঃ জাহিদ আহমেদ। অনুষ্ঠানে দেড়’শ দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।