ঝিনাইদহে করোনায় নতুন আক্রান্ত ২৫

0
122
coronavirus-DRO-7-P-9

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে একদিনে নতুন করে আরও ২৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবধি জেলায় ৪১৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার সকালে ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনার বেগম এ তথ্যটি নিশ্চিত করেন। তিনি বলেন, কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে ৪৭ টি নমুনার ফলাফল পাওয়া যায়। নুতন ফলাফলে আরও ২৫ জন আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে কালীগঞ্জে ১৮ জন, শৈলকুপায় ৫ জন ও হরিণাকুন্ডু ২ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪৩ জন। জেলায় ৮ জন মৃত্যুবরণ করেছে।