ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার ৫ টি গ্রামের আবাদী জমিতে খাল খননের সিদ্ধান্তের প্রতিবাদে কৃষকরা মানব বন্ধন করেছেন।
সোমবার সকালে সদর উপজেলার হামদরডাঙ্গা গ্রামের মাঠে এ কর্মসূচীর পালন করে স্থানীয় কৃষকরা।
বাগডাঙ্গা, নাচনা, সুরাট, বদনপুর ও হামদরডাঙ্গা গ্রামের কয়েকশ কৃষক ব্যানার ফেস্টুন নিয়ে এ কর্মসূচিতে অংশ গ্রহন করেন। পরে তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে।
এ সময় বক্তব্য রাখেন কৃষক নজরুল ইসলাম, মাহবুবুর রহমান, আমিরুল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল, জামির হোসেন, উজ্জল মেম্বার. গোবিন্দ দাস, খোকন মিত্র, খাইরুল ইসলাম প্রমুখ।
কতিপয় ব্যক্তির সার্থ রক্ষায় ফসলি জমি নষ্ট করে বিএডিসি খাল খননের সিন্ধান্ত নিয়েছে। খাল খনন করা হলে আবাদী জমি নষ্ট হবে। জমি হারিয়ে নিঃস্ব হবে গরিব কৃষক। তাই খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবি করেন।