ঝিনাইদহে গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

0
144
jhenida-DROHO-10-JUN-P3

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সদর উপজেলার বেতায় চন্ডিপুর গ্রামে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সকাল থেকে প্রতিযোগিতা শুরু হলেও মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বিকাল।

ঝিনাইদহ, যশোর, চুয়াডাঙ্গা ও মাগুরা জেলা থেকে আসা ২৫ টি গরুর গাড়ির চালক গাড়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র সাইদুর করিম মিন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গান্না ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি।

আয়োজক কমিটির সদস্যরা জানান, গরুর গাড়ির এই দৌড় প্রতিযোগিতা অনেক আগে থেকে হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সময় বন্ধ হয়ে যায়। দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী এ প্রতিযোগীতা এলাকার মানুষের মধ্যে প্রাণের সঞ্চার করেছে।