ঝিনাইদহে গলায় ফাঁস দিয়ে কিশোর কিশোরীর আত্মহত্যা

0
170

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুরে গলায় ফাঁস দিয়ে পৃথক কিশোর কিশোরী আত্মহত্যা করেছে।

শনিবার গভীর রাতে কোটচাঁদপুরের পল্লীতে পৃথক এ দুইটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন কোটচাঁদপুরের হরিণদীয়া প্রামের মালেশিয়া প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে সালমা খাতুন (১৪)। সে স্থানীয় মাদ্রাসার ছাত্রী। শনিবার রাতে সে তাঁর মায়ের উপর অভিমান করে গোয়াল ঘরের আড়ার সঙ্গে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন। অন্যদিকে সাবদারপুর ইউনিয়নের বাসিন্দা শহীদুল ইসলামের ছেলে হাসান আলী (২০)। হাসান আলী বাড়ির পাশের মেহগনি গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাসান আলী দীর্ঘ দিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। দুইটি অপমৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে নিশ্চিত করেছেন কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম।