ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ওমর আলী (২০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তার আপন চাচাতো দুই ভাই।
সোমবার বিকালের পরে কালীগঞ্জ উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওমর আলী একই গ্রামের শফি উদ্দিনের ছেলে।
স্থানীয়রা বলেন, বেশকিছুদিন ধরে জমি নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে বাকবিতন্ডা শুরু হয় তাদের মধ্যে। এক পর্যায়ে চাচাতো ভাই আল আমিন ও আল মামুন লাঠি দিয়ে ওমর আলীকে পিটিয়ে জখম করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে সোমবার সন্ধ্যার পরে তার মৃত্যু হয়।
আরও পড়ুন- করোনা কালের ক্রীড়া অঙ্গণ
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলাবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।