ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস পালিত

0
99

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে ঝিনাইদহ কারিগরি প্রশিণ কেন্দ্রের আয়োজনে প্রতিষ্ঠানটির ক্যাম্পাসে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (শিা ও আইসিটি) খালিদ হাসান। অন্যানদেও মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আফরোজ, ঝিনাইদহ প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার হাসানুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক সবিতা রানী মজুমদার ও টিটিসির জব রিপ্লেসমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিটিসির অধ্য রুস্তম আলী।

আলোচনা সভা শেষে ৭ জন এসএসসি ও এইচএসসি পড়–য়া প্রবাসীর সন্তানদের মাঝে ৩ লাখ ৬ হাজার টাকার উপবৃত্তির চেক বিতরণ করা হয়। দিবসটি উপলে টিটিসি চাকুরী মেলার আয়োজন করা হয়।