ঝিনাইদহে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মী গ্রেফতার

0
157

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ৯ নেতাকর্মীকে আটক করেছে।

মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোর পর্যন্ত বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মহেশপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই, নায়েবে আমীর ফকীর আহম্মেদ, জামায়াত নেতা আলী আহম্মেদ, আবু জাফর, কোটচাঁদপুর উপজেলার কুশনা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর শাহ আলম, ২ নং ওয়ার্ড আমীর আল আমীন, ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের ৯ নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সামাদ, মিবির কর্মী বায়োজীদ আহম্মেদ ও সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়ন শিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেন।

ঝিনাইদহ পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া আটকের খবর নিশ্চত করে জানান, জামায়াতের বিােভ কর্মসুচি সামনে রেখে তারা নাশকতার পরিকল্পনা করছিল। এ জন্য তাদের আটক করা হয়।