ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকা থেকে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দসহ দুইজনকে আটক করেছে র্যাব ও ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদলত আটককৃত ২ জনকে ২ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা করে জরিমানা করেন।
নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার
আটককৃতরা হলো-ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামের আতিয়ার রহমানের ছেলে হারুন মিয়া (৩০) এবং একই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পাভেল (২৮)।
সোমবার দুপুরে র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মাসুদ আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে শহরের আরাপপুর এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে নামি দামি কোম্পানীর বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী জব্দ করাসহ দুইজনকে আটক করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মুল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।