ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে এনটিআরসিএ’র নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক শিক হিসেবে নিয়োগের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার সকালে ঝিনাইদহ প্রেকাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে নিবন্ধিত শিক সংগঠন। এসময় বক্তব্য রাখেন, প্যানেল প্রত্যাশী নিবন্ধিত শিক সংগঠনের জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ, সমন্বয়কারী মাসুদ রানা, সাধারণ সম্পাদক আব্দুস সেলিম, প্রচার সম্পাদক বিল্লাল হোসাইন ও অর্থ সম্পাদক তাসলিমা খাতুন।
বক্তারা বলেন, ২০০৫ সালে গঠিত বেসরকারি শিক নিবন্ধন ও প্রত্যায়ণ কর্তৃপ (এনটিআরসিএ)’র উদ্দেশ্যে ছিল প্রতিযোগিতামুলক পরীার মাধ্যমে যোগ্য শিক নির্বাচন করা। তাদের নিয়ম অনুয়ায়ী শুণ্য পদের বিপরীতে শিকদের নিবন্ধন সনদ দেওয়া হয়। কিন্তু সে সময় আমাদের শুণ্য পদের বিপরীতে নিয়োগ না দিয়ে বার বার পরীা নিয়ে অতিরিক্ত শিকদের সনদ দিয়েছে। এতে আমরা যারা ১ থেকে ১২ তম নিবন্ধন পরীায় সনদ পেয়েছি তাদের অধিকাংশ প্রার্থী চাকুরী পাচ্ছি না। শিকদের দাবি যারা আগে নিবন্ধিত হয়েছে তাদের প্যানেল ভিত্তিক এক আবেদনে নিয়োগ দেওয়া ও সমস্ত সনদধারীদের প্যানেল ভিত্তিক নিয়োগ না দেওয়া পর্যন্ত এনটিআরসিএ’র পরীা বন্ধ রাখা হোক।