ঝিনাইদহে পরকীয়ার জের ধরে যুবক খুন

0
142
DROHO-15-10-2020-P2
নিহত যুবকের স্বজনদের আহাজারি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তাহেরহুদা গ্রামের ধানক্ষেত থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত আলা-আমিন হরিণাকুন্ডু উপজেলার ভবানিপুর গ্রামের শফিউদ্দিনের ছেলে । পুলিশের ধারণা যুবককে শ^াসরোধ করে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ধানক্ষেতে লাশ দেখতে পেয়ে গ্রামবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। যুবকে হত্যার পেছনে হাত থাকার অভিযোগে আদর্শ আন্দুলিয়া গ্রামের প্রবাসী হাসিবুল ইসলামের স্ত্রী চম্পা খাতুনকে (৩০) আটক করেছে।

নিহত আল আমিনের মা ফিরোজা খাতুন বলেন, বুধবার রাত ৯ টার দিকে তার ছেলেকে ফোনে ডেকে নিয়ে যায় প্রবাসী হাসিবুলের স্বজনরা। রাত ১১ টার দিকে হাসিবুলের শশুর ও শ্যালক আমাদের জানায়, আল আমিনকে গ্রামের লোকজন ধাওয়া করেছে। সে তাহেরহুদা গ্রামের দিকে দৌড়ে পালিয়ে গেছে। এখন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রবাসীর পরিবারের লোকেরা তার ছেলেকে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখেছে বলেও অভিযোগ করেন।

এ বিষয়ে সহকারি পুলিশ সুপার ( শৈলকুপা সার্কেল ) আরিফুল ইসলাম বলেন, পরকিয়া সম্পর্কের কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে। আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছি। তিনি জানান, যুবকটিকে অন্য কোথাও শ^াসরোধ করে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে। অথবা ওই ধানক্ষেতের পানিতে মুখ চেপে ধরে তাকে হত্যা করা হয়েছে।