ঝিনাইদহে পুলিশী বাধায় বিএনপির মানববন্ধন পণ্ড

0
138
jhenaidah-DROHO-7-P-1
পুলিশী এ্যাকশন

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বিএনপির উদ্যোগে আয়োজিত মানববন্ধন পুলিশী বাধায় পণ্ড হয়ে গেছে।

বৃহস্পতিবার শহরের এইচএসএস সড়কে দলটির জেলা কার্যালয়ে নেতাকর্মীরা জড়ো হয়। পুলিশী বাধা উপেক্ষা করে বিএনপির নেতা কর্মীরা মানববন্ধন করার চেষ্টা করে। এ সময় পুলিশ বিএনপির নেতাকর্মীদের মানববন্ধনের ব্যানার কেড়ে নিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. এম মজিদ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্যের উর্দ্ধগতি রোধে ব্যর্থ বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তারা শান্তিপুর্ণ মানববন্ধন কর্মসূচীতে অংশ নিতে দলীয় কার্যালয়ে জমায়েত হন। মানববন্ধনে দাড়ানোর আগেই পুলিশ নেতাকর্মীদের চলে যেতে বাধ্য করে। তাদের ব্যনার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে।