ঝিনাইদহে পুলিশের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

0
125

 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সনাতনপুর পুলিশ ক্যাম্পো এক এসআই এর বিরুদ্ধে দরিদ্রদের লাগানো বেশ কিছু গাছ কেটে নেওয়ার অভিযোিগ পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরের দিকে গাছের কয়েকটি গুঁড়ি উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা।

উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, উপজেলার দখলপুর যাত্রীছাউনি থেকে মৃগেবাথান পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের সেচ খালের উভয় পাড়ে এলাকার হতদরিদ্ররা বেশ কিছু গাছ রোপণ করে। সোমবার সকালের দিকে সনাতনপুর পুলিশ ক্যাম্পের আইসি এসআই শামিম রেজা স্থানীয় লোদেও দিয়ে একটি আকামমনি গাছকেটে লুকিয়ে রাখেন। এ খবর পেয়ে মঙ্গলবার সদর উপজেলার সাধুহাটি গ্রামের হায়দার আলীর পরিচালনাধীন শাপলা স’ মিল থেকে গাছের ৫টি গুঁড়ি উদ্ধার করা হয়।

দখলপুর বনায়ন সমিতির সভাপতি আলী হাসান জানান, ৪০ জন হতদরিদ্র সদস্য বন বিভাগের সঙ্গে চুক্তি করে প্রায় ১৫ বছর আগে গাছগুলো লাগায়। কিছুদিন আগের ঝড়ে কয়েকটি গাছ উপড়ে পড়ে। সোমবার বেলা অনুমান ১১টার দিকে একটি আকাশমনি গাছ কেটে নেন স্থানীয় সনাতনপুর পুলিশ ক্যাম্পের এসআই শামিম রেজা।

তিনি অভিযোগ করেন, গাছকাটার প্রতিবাদ করায় তাকে ভয়-ভীতিসহ আরও গাছকাটার হুমকি দেয়া ওই পুলিশ অফিসার। এর আগেও ক্যাম্পে জ্বালানির কথা বলে আরও ৩টি গাছ কেটে নেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে।

এসআই শামিম রেজা গাছকাটার কথা স্বীকার করে বলেন, গাছগুলো মরা ছিল। তাই ক্যাম্পের জ্বালানি কাঠের জন্য গাছগুলো কাটা হয়েছে। সেগুলো ফাঁড়ার জন্য স’মিলে রাখা হয়েছিল।

জেলা বন বিভাগের কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেছেন, হতদরিদ্রদের অর্থনৈতিক উন্নয়ন এবং সামাজিক বনায়ন কর্মসূচির অধীন লাগানো গাছকাটার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রণের জন্য পুলিশ সুপার বরাবর চিঠি পাঠানোর হয়েছে।

পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান বলেন, ব্যক্তির দায় পুলিশ নেবে না। বেআইনিভাবে গাছকাটার সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।