ঝিনাইদহে পুলিশ সদস্যদের বরণ করে নিলো শিক্ষার্থীরা

0
56

ঝিনাইদহ প্রতিনিধি

হাসিনা সরকারের পতনের পর টানা সাত দিন কর্মবিরতি শেষে ঝিনাইদহে দাপ্তরিক কাজ শুরু করেছে ট্রাফিক পুলিশ। সকাল থেকে জেলা শহরের পায়রা চত্বর, পোস্ট অফিস মোড়, আরাপপুরসহ গুরুত্বপূর্ণ স্থানে ট্রাফিক পুলিশের সদস্যদের ডিউটি করতে দেখা যায়। এতে জনমনে স্বস্তি ফিরে আসে। কাজে ফেরা পুলিশ সদস্যদের শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বাগত জানান।

আরও পড়ুন – প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আলী ইমাম মজুমদার

ঝিনাইদহ ট্রাফিক ইন্সপেক্টর মশিউর রহমান জানান, জেলার ৬ উপজেলার ৪০ টি গুরুত্বপূর্ণ স্থানে তারা কাজ শুরু করেছেন। এতে তাদের সহযোগীতা করছেন শিক্ষার্থীসহ রেডক্রিসেন্টের সদস্যরা। এদিকে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মরত পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা। এ সময় শিক্ষার্থীদের পক্ষে মেহেদি হাসান রাজু, আবরার জাহিন রনি, তানজিম বিন আলীম, মাসুদ রানা পারভেজ ও সাব্বির হোসাইনসহ ছাত্র সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।