ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু

0
122

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৬টার দিকে মা মেয়ের মৃত্যুর ঘটনাটি ঘটে বলে হরিণাকুন্ডু থানার ওসি আবু আজিফ বিষয়টি নিশ্চিত করেন।

নিহতরা হলেন, উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের গোবরা পাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন মালিথার স্ত্রী মরিয়ম (৬৫) ও তার মেয়ে তাসলিমা (৩২) খাতুন।

স্থানীয়রা জানায়, মৃত-আমজাদ মালিথার বাড়ীর টিনের ঘরের উপর দিয়ে পিডিবির মেইন লাইনের তার টানা হয়েছে। সেখান থেকে ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। কিন্তু বিষয়টি কারো জানা ছিলো না। শনিবার সকালে টিউবওয়েল পানি আনতে গিয়ে তাসলিমা খাতুনের বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মেয়েকে বাঁচাতে গিয়ে মরিয়মও বিদ্যুৎ স্পৃষ্ট হন। ঘটনাস্থলে মা ও মেয়ে দুজন মারা যায়।