ঝিনাইদহে ভাই বোনের লাশ মিলল পুকুরে, মা আটক

0
134
Jhenaidah-dro-31-p-10-compressed
নিহত শিশুদের বাবার আহাজারি।

দ্রোহ অনলাইন ডেস্ক

ঝিনাইদহ জেলা সদরের একটি পুকুর থেকে ভাই আবু সালেহ মাহি (৫) ও বোন সাফিয়া খাতুনের (৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দুপুরে উপজেলার বানিয়াকান্দর গ্রামের জামতলাপাড়ার একটি পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্তান হত্যার ঘটনায় জড়িত থাকতে পারে সন্দেহে আটক মা মনিরা খাতুন নজরুল ইসলামের স্ত্রী।

প্রতিবেশী সুফিয়া খাতুন বলেন, মনিরা খাতুন পুকুর থেকে ফিরে এসে বলে, আগের সন্তানদের মানুষ করতে কষ্ট হয়নি। তবে এ দুই সন্তানকে মানুষ করতে তার নাকি কষ্ট হচ্ছে। তাই ওদের পানিতে ফেলে দিয়েছি বলে স্বীকার করে। স্থানীয়রা তাকে সঙ্গে নিয়ে পুকুরে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয়।

ঝিনাইদহ সদর থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, মনিরা বেগম তার দুই সন্তানকে সাথে নিয়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান। গোসল শেষে মনিরা বেগম বাড়িতে ফিরে আসলেও ছেলে ও মেয়ে সাথে ছিল না। উক্ত ঘটনায় মৃত সন্তানের মা মনিরা খাতুনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তিনি জানান, এটি হত্যা নাকি পানিতে ডুবে মৃত্যু তা সঠিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের পর জানা যাবে।