ঝিনাইদহে ভেজাল কোমল পানীয় জব্দ আটক ১

0
136
ঝিনাইদহ থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয় উদ্ধার এবং আটক ১- ছবি দ্রোহ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে বিপুল পরিমাণ ভেজাল কোমল পানীয়সহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

জানা গেছে দীর্ঘদিন আলামপুর কুলবাগান গ্রামে নামি-দামি কোম্পানীর মোড়ক ব্যবহার করে ভেজাল কোমল পানীয় উৎপাদন ও বাজারজাত করে আসছিলো একটি চক্র।

সোমবার ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে একই গ্রামের বাবুল হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় একটি বাড়ি থেকে ২৫ বস্তা কোমল পানীয় জব্দ করা হয়। আটক করা হয় বাবুল হোসেন নামের একজনকে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।