ঝিনাইদহ প্রতিনিধি
মাদক মামলায় সাজাপ্রাপ্ত কোটচাঁদপুর পৌরসভার নব নির্বাচিত কাউন্সিলর আবু হানিফকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে পৌর শহরের দুধসারা এলাকা থেকে মাদক মামলায় এক বছরের কারাদন্ড প্রাপ্ত কাউন্সিল আবু হানিফ কে কোটচাঁদপুর থানা পুলিশ আটক করে। আটককৃত কাউন্সিলর মৃত জয়নাল আবেদীনের ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সদ্য বিজয়ী পৌর কাউন্সিলর আবু হানিফকে একটি মাদক মামলায় আদালত দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদন্ড এবং ৫শ টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। শুক্রবার সকালে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, সাজাপ্রাপ্ত আসামি আটক আবু হানিফ গত ৩০ জানুয়ারি কোটচাঁদপুর পৌরসভার নির্বাচনে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হন।