ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীরা চার দফা দাবী আদায়ের লক্ষে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছে।
বৃহস্পতিবার সকালে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারদের বৈষম্য নিরসনসহ চার দফা দাবী আদায়ে তারা শহরে বিক্ষোভ সমাবেশ করে। সকালে মিছিলটি মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুল থেকে শুরু করে পায়রা চত্বর ও শহীদ মিনার এলাকায় অবস্থান কর্মসুচি পালন করে।
আরও পড়ুন – শেখ হাসিনার বিরুদ্ধে আরও ৬ মামলা
বিক্ষোভ শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদহ মেডিকেল এসিসটেন্ট ট্রেনিং স্কুলের ছাত্র তরিকুল ইসলাম, মাসুম বিল্লাহ, খালিদ সাইফুল্লাহ, রিয়াজুল ইসলাম, ইসমত আরা ও মুস্তাফিজুর রহমান।