ঝিনাইদহে যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

0
122
হাসান মেহেদী

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ হরিণাকুন্ডুতে মহানবীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

শনিবার দুপুরে হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন।

জানা গেছে, হরিণাকুন্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক যুবক অন্যের ফেসবুক পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে।

হাসান মেহেদী নিজের বক্তব্যে অটল থেকে এটা জেনে বুঝেই করেছে এবং এই মন্তব্য ডিলিট করবে না বলে জানালে সোশ্যাল মিডিয়ায় ােভ ছড়িয়ে পরে। এ ঘটনায় শনিবার বিকালে হরিণাকুন্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দেয়।

আরো পড়ুন – খোকসায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভা

হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন। পরে জনতা তাদের কর্মসূচি স্থগিত করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরী করেন। ২০১৩ সালে তার ভাতিজা বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করলে কলেজ কর্তৃপ তার ছাত্রত্ব বাতিল করে।