ঝিনাইদহে শেখ রাসেলের জন্ম বার্ষিকী উদযাপন

0
103

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।

সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প থেকে পুষ্পমাল্য অর্পণ করে। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার আয়োজন হয়।

জেলা প্রশাসক মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) আবু রাসেল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা।

আলোচনা সভা শেষে জন্মবার্ষিকী উপলে আয়োজিত সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।