ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয় সমাজ সেবা দিবস পালিত হয়েছে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকালে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মজিবর রহমান, সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল লতিফ শেখ প্রমুখ। আলোচনা সভা শেষে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।