ঝিনাইদহে সাউন্ড বক্স বাজানো কেন্দ্র করে সংঘর্ষ

0
95

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় বিয়ে বাড়িতে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকালে ফুলহরি ইউনিয়নের ভগবান নগর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ্যে খবির, মজিব, সফিউল, মোদাশ্বের মোল্লা, ফরিদা, সহিদুল, আসিব, ফিরোজা, মিন্টু, ফজলু ও মিজানুরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জানান, গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। সে সময় ওই বাড়িতে উচ্চস্বরে মাইক বাজানো হচ্ছিল। এক পর্যায়ে ফিরোজ হোসেন মাইক বাজাতে নিষেধ করে। এতে শাকিলের লোকজন ফিরোজের সাথে তর্কে জড়িয়ে পড়ে। এর এক পর্যায়ে শাকিলের লোকজন ফিরোজের উপর হামলা করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, উপজেলার ভগবাননগর গ্রামের শাকিল হোসেনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছি। এর জের ধরে উভয়পরে লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পরে লোকজন আহত হয়। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। মামলা হয়নি।