ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে সাবেক এসপি বাবুল আক্তারের মুক্তি ও মিতু হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারে সোমবার এ কর্মসূচীর আয়োজন করে এলাকাবাসী ও বাবুলের পরিবার।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাবুল আক্তারের পিতা আব্দুল ওয়াদুদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, কলেজ শিক হাবিবুর রহমান, শামীমুল ইসলাম শামীম প্রমূখ।
আরো পড়ুন – শোমসপুর বালিকা বিদ্যালয়ের হ্যান্ডবল দল জেলা চ্যাম্পিয়ন
বক্তারা সাবেক এসপি বাবুল আক্তারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটক করা হয়েছে উল্লেখ করে দ্রæত তার মুক্তির দাবী জানান। তারা মাহমুদা খানম মিতু হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন।