ঝিনাইদহে সিইসির পদত্যাগের দাবিতে বিএনপির মানববন্ধন

0
124
JHANIDEA-19-DROHO-11-JUN-P6

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে পৌর বিএনপি মানববন্ধন করেছে।

পৌর বিএনপি উদ্যোগে সোমবার সকালে শহরের এইচএসএস সড়কের দলটির জেলা কার্যালয়ে সামনে এ কর্মসূচী পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক এ্যাড. এসএম মশিয়ুর রহমান, সদস্য সচিব এম এ মজিদ, যুগ্ম আহবায়ক জাহিদুজ্জামান মনা, থানা বিএনপির আহবায়ক মুন্সী কামাল আজাদ পান্নু, পৌর বিএনপির আহবায়ক আব্দুল মজিদ বিশ্বাসহ প্রমুখ।

বক্তারা বলেন, দেশে একদলীয় শাসন ব্যবস্থার ক্রিড়ানক হচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার। শহর ও গ্রামে একটি পক্ষ ছাড়া কারো পোস্টার বা ব্যানার নেই। সরকারী দলীয়রা সবত্রই নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করছে। সিইসি হচ্ছে বাংলাদেশে গনতন্ত্রকে গলাটিপে হত্যার অন্যতম কারিগর। তাকে পদত্যাগ দাবি করেন বিএনপির নেতারা।