ঝিনাইদহে সুদচক্রের হোতাকে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ

0
117

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের বিষয়খালী বাজারে রান সঞ্চয় ও ঋণ দান সমিতির মালিককে গ্রেফতারের দাবীতে সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী।

বুধবার সকালে শত শত গ্রামবাসি ঝাড়– হাতে নিয়ে বিােভ মিছিলসহ ঝিনাইদহ-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। এ সময় প্রায় ৫ কিলোমিটার রাস্তায় যানজটের সৃষ্টি হয়। বিােভ মিছিল শেষে তারা বিষয়খালী বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করেন। এ সময় বক্তব্য রাখেন, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান আবু বক্কার, বিল্লাল হোসেন মেম্বর, শামিম হোসেন, রফিকুল ইসলাম, নজির উদ্দীন, দবির উদ্দীন, চম্পা খাতুন, রেখা খাতুন, আমজাদ হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসুচি চলা কালে সুদচক্রের হোতা রফিকুল ইসলাম ওরফে রফির অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করা যাত্রাপুর গ্রামের আক্তারুজামানের মা বলেন, আমার ছেলে ৫০ হাজার টাকা নিয়ে ১ লাখ ৮৪ হাজার টাকা শোধ করলেও টাকার জন্য রফি তার অফিসে ডেকে গুন্ডাবাহিনী দিয়ে মারধর করে। পরে অপমান সহ্য করতে না পেরে বিষপানে আত্যহত্যা করে। তাই ন্যায় বিচারের দাবীতে এই সড়ক অবরোধে আমিও শরীক হয়েছি।

বিােভকারীরা অভিযোগ করেন, সুদখোর রফির বিরুদ্ধে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেও কোন কাজ হয়নি। বরং রফি তার ভাড়াটিয়া বাহিনী দিয়ে বাড়ি বাড়ি গিয়ে ঋন গ্রহীতাদের খুন জখমের হুমকী দিচ্ছে।