ঝিনাইদহে স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

0
39

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পিতা আদালতে মামলা করেছেন।

নিহত ছাত্র সোহান (১৪) সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের নগরবাথান গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্র ছিল। এ ঘটনায় সোহানের পিতা শহিদুল ইসলাম বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩/৪ জনকে আসামি করে আদালতে মামলা করেছেন। পূর্ব বিরোধের জের ধরে এই হত্যাকান্ড হতে পারে বলে জানা গেছে।

জানা গেছে, ১৮ সেপ্টেম্বর সাকিব ও তার বন্ধুরা সোহানকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে ঢাকার ৩শ’ ফিটের উদ্দেশ্যে রওনা হয়। ঘটনার দিন বিকাল সাড়ে পাঁচটার দিকে শহিদুল ইসলাম ছেলে সোহানকে বাড়িতে ফেরার জন্য ফোন করেন। সোহান জানায়, সে খুব ঝামেলায় আছে। এরপর তিনি সাকিবকে ফোন করে। এ সময় ফোন ধরে সাকিব তাকে গালিগালিজ করে মোটা অংকের টাকা দাবি করে। ঘটনার কিছুক্ষণ পর রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে ফোন করে দুর্ঘটনার খবর জানায়। খবর পেয়ে তিনি হাসপাতালে যান এবং দেখতে পান সাকিবের দুই ফুফু ডায়রি খাতুন ও আরজিনা খাতুন সেখানে উপস্থিত।

আরও পড়ুন –সাধুর হাট বসছে লালনের আখড়া বাড়িতে

নিহতের পিতা শহিদুল ইসলাম অভিযোগ করেন, হাসপাতালে থাকতেই খুনি সাকিবের পিতা আব্দুল আজিজ তাকে ফোন করে ঝামেলা না করার জন্য হুমকি দেয়। এছাড়া সাকিবের ফুফা আরব আলী তাকে শিখিয়ে দেয় পুলিশ গেলে আমি যেন তাদের বলি সোহান দুর্ঘটনায় মারা গেছে। এদিকে সোহানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, তিনি সদ্য যোগদান করেছেন। তাই এ বিষয়ে তার জানা নেই।