ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

0
153
jhinaidh-Dro-16-p-6-compressed

ঝিনাইদহ প্রতিনিধি

বৃহস্পতিবার ভোর ৪ টার সময় ঝিনাইদহের খড়িখালী,বিষয়খালী নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে স্থানীয়দের মোবাইল ফোনে সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস উদ্ধারকারী টিম দুর্ঘটনায় পতিত স্থানে পৌছে। খড়িখালী,বিষয়খালী নামক স্থানে বালি ভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা মারে ফলে গাড়ীর ভিতরেই একজন ব্যক্তি নিহত হয়। ঝিনাইদহ ফায়ার সার্ভিস নিহত ব্যক্তিকে উদ্ধার করে ঝিনাইদহ হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করে।

ঝিনাইদহের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, নিহত ব্যক্তির ব্যক্তির লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে আনা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।