ঝিনাইদহে হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

0
107

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ পৌর এলাকার হত্যা মামলার পলাতক আসামী তারিক মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে র‌্যাব তাকে গ্রেফতার করে। আটক তারিক মন্ডল খাজুরা গ্রামের নিয়ামত মন্ডলের ছেলে। সে একই গ্রামের আবন মন্ডল হত্যা মামলার পালাতক আসামী।

রবিবার দুপুরে র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৩ মার্চ আধিপত্যা বিস্তার ও গ্রাম্য দলাদলির জের ধরে আবন মন্ডলকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতর ছেলে শাহীন হোসেন মন্ডল বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করলে তারিক মন্ডলসহ অন্যান্য আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।